শাবিপ্রবির লেক থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৫ মে ২০২৪

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেক থেকে আলমগীর মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টের পিছনের লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আলমগীর মিয়া তিনি নগরীর বিমানবন্দর থানার লাখাউড়া গ্রামের বড় বাড়ির মৃত বারিক মিয়ার ছেলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী জাগো নিউজকে বলেন, ফুডকোর্টের পেছনের লেকে নির্মাণ কাজ চলমান। নির্মাণকাজের ঠিকাদারের অধীনে নিহত যুবক কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক খেয়ে লোকটি মারা গেছে। তবে অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাঈম আহমদ শুভ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।