রাজশাহী বিশ্ববিদ্যালয়

৭ দিনের মধ্যে অবৈধভাবে অবস্থানরতদের হল ছাড়ার নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৮ মে ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে অবৈধভাবে অবস্থানরত ও অনাবাসিক শিক্ষার্থীদের সাতদিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ মে ) শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এ নির্দেশনা দেওয়া হয়। শুক্রবার (১৮ মে) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসিরুদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শহীদ জিয়াউর রহমান হলের কোনো কক্ষে যদি অনাবাসিক ও বহিরাগত ছাত্র অবৈধভাবে অবস্থান করে, তবে তাদেরকে আগামী ২২ মে এর মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হল প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান হলের আবাসিক শিক্ষার্থীরা। তারা জানান, হল প্রশাসনের এমন সিদ্ধান্ত আসলেই প্রশংসনীয়। অবৈধ শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া হলে, যারা এ হলের আবাসিক শিক্ষার্থী তারা উঠতে পারবেন।

হলের আবাসিক শিক্ষার্থী মাহির উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমাদের প্রভোস্ট নতুন এসেই উদ্যোমের সঙ্গে কাজ শুরু করেছেন। হলে অনেক শিক্ষার্থী আছে যাদের আবাসিক কার্ড আছে, কিন্তু হলে উঠতে পারছেন না। তাদের রুমগুলোতে অবৈধভাবে অন্য থাকছেন। হল প্রশাসনের এমন উদ্যোগে আশা করি সবাই সহযোগিতা করবে।’

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসিরুদ্দিন বলেন, ‘হলের অনেক আবাসিক শিক্ষার্থী আছে, যারা তাদের বরাদ্দপ্রাপ্ত সিটে উঠতে পারছেন না। তাদের সিটে অবৈধভাবে অবস্থান করছেন অন্য কোনো শিক্ষার্থী। অনাবাসিক কোনো শিক্ষার্থী এ হলে অবস্থান করতে পারবে না। তাদের নামিয়ে আবাসিক শিক্ষার্থীদের সিটে তুলে দেওয়ার জন্য আমাদের এ প্রচেষ্টা। আশা করছি এ প্রচেষ্টায় হলের সকল আবাসিক শিক্ষার্থী আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করবে।’

মনির হোসেন মাহিন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।