রাবিতে হলের শিক্ষার্থীদের জন্য ঈদের স্পেশাল লাঞ্চ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৪:০৫ এএম, ২০ জুন ২০২৪

ঈদ শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বুধবার (১৯ জুন) দুপুরে বঙ্গবন্ধু হল ডাইনিংয়ে সবার জন্য পরিবেশন করা হয় ঈদ স্পেশাল লাঞ্চ। সাবেক শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

jagonews24

পরিবার ও বন্ধুবান্ধব ছেড়ে একাকী আবাসিক হলে ঈদ করা প্রায় ২৫০ শিক্ষার্থী নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে এ প্রচেষ্টা বলে জানান আয়োজকরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সর্বদাই শিক্ষার্থীদের আনন্দ-বিরহ-মিলনে পাশে থেকেছে। এরই ধারাবাহিকতায় আমাদের এ আয়োজন। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একত্রে মেতে ওঠে ঈদের আনন্দে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

মনির হোসেন মাহিন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।