বন্যা পরিস্থিতিতে তিন নির্দেশনা শাবিপ্রবির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২০ জুন ২০২৪

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে ফের বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা। এমন পরিস্থিতিতে ঈদ পরবর্তী শ্রেণি কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে নতুন নির্দেশনা সম্পর্কে জাগো নিউজকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

তিনি বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনলাইনে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। বিভিন্ন বিভাগে অনুষ্ঠিতব্য পরীক্ষা বিভাগীয় প্রধানদের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে নতুন রুটিন প্রদান করে বন্যা পরবর্তী সময়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২৩ জুন থেকে যথারীতি দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

নাঈম আহমদ শুভ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।