শিক্ষার্থীরা আসার পর শাহবাগ ছাড়লো মুক্তিযুদ্ধ মঞ্চ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১০ জুলাই ২০২৪

কোটাবিরোধী দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল শাহবাগ মোড়ে আসার পর পুলিশের অনুরোধে ওই এলাকা ছেড়েছে মুক্তিযুদ্ধ মঞ্চসহ বেশ কয়েকটি সংগঠন।

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার কিছু আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগে মোড়ে এসে অবরোধ করলে পুলিশের অনুরোধে জাতীয় জাদুঘরের সামনে অবস্থানকারীরা চলে যান।

শিক্ষার্থীদের মিছিল আসার সময় জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উভয়পক্ষকেই উত্তপ্ত স্লোগান দিতে দেখা যায়। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি ঘুরে আসেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।

আরও পড়ুন:

ফলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মুক্তিযুদ্ধ মঞ্চসহ সংগঠনগুলোর নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করে পুলিশ।

এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের মাইকে হাইকোর্টের সামনে অবস্থান নেওয়ার জন্য বলা হয়। সংগঠনটির নেতারা বলেন, আমরা কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের অবমাননা, এ দেশের পতাকার অবমাননা মেনে নেবো না। আমরা আমরণ দাবি আদায় করে ছাড়বো। মুক্তিযোদ্ধাদের অধিকার কোটা বহাল রাখতেই হবে। আমরা এখন হাইকোর্ট মোড়ে চলে যাবো। আমরা হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করবো।

এরপর আবারো একটি বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে হাইকোর্টের উদ্দেশ্যে রওয়ানা দেন মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠনগুলো।

এমএইচএ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।