পুলিশি বাধা উপেক্ষা করে শাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শাবিপ্রবি
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১১ জুলাই ২০২৪

পুলিশি বাধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সোয়া ৪টায় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ বাধা দিলেও সেটি উপেক্ষা করে সড়ক দখলে নিয়েছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ চলাকালীন সময়ে কোটা বাতিলের দাবিতে 'কোটা না মেধা, মেধা মেধা', 'আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', 'মেধা হত্যার অপর নাম, কোটা প্রথার জয়গান', 'মুক্তিযুদ্ধের চেতনা, কোটা প্রথা মানে না', 'চলছে দাবি চলবে, কোটার শিকড় জ্বলবে' ইত্যাদি স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী ও শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। পুলিশ বাঁধা দিয়েছে। আমাদের আঘাত করেছে। আমরা আঘাতপ্রাপ্ত হয়েও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি মানতেই হবে। না হলে আন্দোলন চলবে।

নাঈম শুভ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।