উপকূলীয় প্রকল্প পরিদর্শনে সাতক্ষীরায় ইইউ প্রতিনিধি দল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় পরিচালিত চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

শুক্রবার (৭ফেব্রুয়ারি) বিকেলে ও শনিবার (৮ ফ্রেব্রুয়ারি) সকালে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে চলামান 'পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন' (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রধান মিশাল ক্রেজ।

উপকূলীয় প্রকল্প পরিদর্শনে সাতক্ষীরায় ইইউ প্রতিনিধি দল

এসময় তিনি কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামে কাঁকড়ঘাটা গ্রাম কমিটির সঙ্গে আলোচনা সভায় অংশ নেন। পরে সদস্যদের বাস্তবায়িত আইজির স্টল, ভেড়া পালন, সোনালী মুরগি পালন, ভেটকী মাছের চাষ, সেলাই কাজ, সরিষা চাষ, অক্সিনেডেট ভ্যানে মাছের পোনা পরিবহন, কাঁকড়ার ব্যবসা, ক্ষুদ্র ব্যবসার আইজিএ এবং প্রসপারিটি বাড়ির আইজিএ পরিদর্শন করেন। এর পাশাপাশি সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী ক্লাব) এবং মা ও শিশু ফোরামের সদস্যদের সঙ্গে আলোচনা ও প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে তাদের আর্থিক ও সামাজিক পরিবর্তন বিষয়ে কথা বলেন।

ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারগরি সহযোগিতার এবং নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।