দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশ, সকাল থেকেই উত্তপ্ত গাজীপুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:২১ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। এই ঘটনার প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ী মাঠে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পলাতক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের লোকজন হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশ, সকাল থেকেই উত্তপ্ত গাজীপুর

আরও পড়ুন-

শুক্রবার রাতের এ হামলার ঘটনায় গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্ররা ফুঁসে উঠেছে। শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। ছাত্রদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. নাবিল বলেন, ছাত্রদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনার যদি কোনো সুষ্ঠু বিচার না করা হয় তাহলে মার্চ টু গাজীপুর কর্মসূচি প্রদান করা হবে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।