শ্রমিক অবরোধ
গাজীপুরে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের অবরোধের চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গাজীপুর মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তারা দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এ বিক্ষোভ করেন।
এতে ব্যস্ততম ওই মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘঠনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলাপ করে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত দেড়টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মহাসড়ক অবরোধের কারণে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েন।
মো. আমিনুল ইসলাম/এফএ/জেআইএম