সিরাজগঞ্জ
বিএনপির কার্যালয়ে প্রবেশ নিয়ে সংঘর্ষ, তদন্তে কমিটি

সিরাজগঞ্জের শাহজাদপুরে দলীয় কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা সম্মেলন প্রস্তুত কমিটি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সই করা এক পত্রে এই তথ্য জানানো হয়।
এতে জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হাজী মকবুল হোসেন চৌধুরী ও আবু সাঈদ সুইটকে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য প্রয়োজনীয় সুপারিশ আগামী তিনদিনের মধ্যে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক বরাবর পাঠানোর অনুরোধ করা হয়।
এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডা. এম এ মুহিত এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির অন্য সদস্য গোলাম সরোয়ারের নেতাকর্মীদের মধ্যে কার্যালয়ে প্রবেশ নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০-২৫ জন নেতাকর্মী আহত হন।
এম এ মালেক/এফএ/জেআইএম