মহেশপুর সীমান্তে শিশুসহ আটক ১৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্ত থেকে তিন শিশুসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এক বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবির শ্যামকুড়, পলিয়ানপুর, কুসুমপুর এবং লড়াইঘাট বিওপি অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৪ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে তিন শিশু এক নারী রয়েছে। এছাড়া নিমতলা বিওপি অপর এক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হবে। তদন্তের স্বার্থে আটকদের নাম পরে জানানো হবে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।