ইলিয়াস কাঞ্চন
সড়কে নিরাপত্তা নিশ্চিতে নিজেদের সচেতন হতে হবে
সড়কে নিরাপত্তা নিশ্চিতে সবার আগে নিজেদের সচেতন হতে হবে বলে উল্লেখ করেছেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
তিনি বলেন, সড়কে আইন ও নিয়ম মেনে যানবাহন চালাতে হবে। অনেকে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরেন না, এটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর অন্যতম কারণ। এ বিষয়ে প্রত্যেককে সচেতন থাকতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে নিরাপদ সড়ক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ ও সচেতনতামূলক ক্যাম্পেইনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ১৯৯৩ সাল থেকে আমি এই নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেছি। সড়কে চার লেন, হাইওয়ে পুলিশ এগুলো কিন্তু সরকারের কাছে আমাকে চাইতে হয়েছে। আমি সবার কাছে গিয়েছি। বলেছি এটা জাতীয় ইস্যু। পৃথিবীর অন্যান্য দেশে এসব ইস্যু নিয়ে সবাই এক হয়। আমাদের দেশে এক হতে পারে না।
তিনি বলেন, আমরা সড়কের নিরাপত্তার জন্য দাবি করতে পারি, কিন্তু এটি বাস্তবায়ন করবে সরকার। এ জন্য সরকারকে উদ্যোগী হতে হবে।
সমাবেশে ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আমিনুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক তাজকীন আহম্মেদ চিশচি, জেলা বিএনপি নেতা কামরুল ইসলাম ফারুকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এএসএম