সাতক্ষীরায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে রাফি নামে ছয় বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর প্রি-ক্যাডেট স্কুলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রাফি ওই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে পড়ে। সে খুলনার কয়রা উপজেলা সদরের আনিছুর রহমান ও সেলিনা আক্তার দম্পতির ছেলে।

জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আবদুল ওহাব জাগো নিউজকে জানান, সকালে বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে কোচিংয়ে পড়ছিল রাফি। এসময় সে মাথা ব্যথা করছে বলে জানায়। কিছুক্ষণ পর একবার বমি করে অচেতন হয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাকির হোসেন জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রাফি নামে এক স্কুলছাত্রকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

কী কারণে মৃত্যু হয়েছে জানতে চাইলে, তিনি কিছু বলতে রাজি হননি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জাগো নিউজকে বলেন, হাসপাতাল থেকে শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, শিশুর স্বজনরা আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।