অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক আরও ৪৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫
প্রতীকী ছবি

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা ও মহানগর থেকে আরও ৪৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ৪০ জন ও জেলা থেকে ৮ জনকে আটক করা হয়।

জেলা ও মহানগর পুলিশ সূত্রে জানা গেছে , মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর সদর থানায় ৯ জন, বাসনে ৭ জন , কোনাবাড়িতে ৪ জন, গাছায় ৫ জন, পূবাইলে ৩ জন, কাশিমপুরে ১ জন, টঙ্গী পূর্বে ৩ জন, টঙ্গী পশ্চিমে ৪ জন ও ডিবি থেকে ৪ জনসহ মোট ৪০ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে গাজীপুর জেলা পুলিশ ৫টি থানায় ৮ জনকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই আটক করা হচ্ছে। নতুন আরও ৮ জনকে আটক করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।