গ্রামের বা‌ড়ি গিয়েও রক্ষা হলো না আওয়ামী লীগ নেত্রী দোলনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা থেকে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী এসেও গ্রেফতার এড়াতে পারলেন না আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য দোলনা আক্তার (২৭)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ।

তিনি ওই গ্রা‌মের দুলাল হোসেনের মে‌য়ে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেত্রী।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজ‌তে পাঠানো হবে।

রোকনুজ্জামান মানু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।