আব্দুল আউয়াল মিন্টু

ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। যারা এ ষড়যন্ত্র করে তাদের গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের হাসান আলী স্কুল মাঠে চাঁদপুর জেলা বিএনপির একটি জনসভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে আর কেউ যেন রাজনীতি নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়

তিনি বলেন, অনতিবিলম্বে ভোটের দিন-তারিখ ঠিক করে জনগণের সামনে ঘোষণা করুন। যাতে মানুষ আশ্বস্ত হতে পারে। এর বাইরে কোনো ষড়যন্ত্র করা হলে পালানোর পথ পাবেন না।
বিএনপি দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করছে বলেও মন্তব্য করেন।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বক্তব্য রাখেন।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।