চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৭০ সদস্যের পদত্যাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:২৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২১৩ সদস্যের কমিটির ১৭০ জন পদত্যাগ করেছেন। কমিটির বেশির ভাগ সদস্য পদত্যাগ করায় শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেস ক্লাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি অবহিত করেন।

শিক্ষার্থীরা জানান, যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সঙ্গে যোগাযোগ না করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। তাই কমিটির বেশির ভাগ সদস্য পদত্যাগ করেছেন এবং কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পদত্যাগ করা শিক্ষার্থী মুজাহিদ শিহাব, সাকিব হোসাইন ও সাগর হোসেন বলেন, কোনো ধরনের যোগাযোগ ছাড়াই কেন্দ্র থেকে ২১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। যেখানে জুলাই বিপ্লবে চাঁদপুরে যারা আন্দোলন-সংগ্রামে ছিল, তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। শুধু তাই নয়, এমন অনেকের নাম তালিকায় এসেছে যাদের অনেকেই চেনে না এবং তাদের সম্পর্কে জানে না। তাদের নাম কী করে এলো? একই ব্যক্তির নাম একাধিকবার তালিকায় এসেছে।

তারা আরও বলেন, কুমিল্লার দায়িত্বে থাকা হামজা ভাই আমাদের কথা দিয়েছিলেন সবার মতামত নিয়ে কমিটি গঠনে সার্বিক সহযোগিতা করবেন। কিন্তু তাও করা হয়নি। এই নিয়ে কেন্দ্রের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সঠিক জবাব দিতে পারেননি কেউ। দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করেছে চাঁদপুরের বৈষম্যবিরোধী ছাত্ররা। তারা সব ধরনের লোভ লালসার ঊর্ধ্বে উঠে নিজের জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছে। কেবল পদের জন্য নয়।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

গত ১৮ ফেব্রুয়ারি মো. নাদিম পাটওয়ারীকে আহ্বায়ক ও সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব করে ২১৩ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।

এমএসআই/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।