শৈলকুপায় বিএনপি প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর


প্রকাশিত: ০৪:২৮ এএম, ২২ মে ২০১৬

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। এসময় একজন আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার মধুদা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে শৈলকুপার ৫নং কাঁচেরকোল ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস হোসেনের প্রচার মাইক মধুদা গ্রামে পৌঁছালে তা ভাঙচুর করা হয়। এসময় আব্দুল আজিজ নামে তার এক সমর্থক আহত হয়েছেন। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুন জোয়ার্দ্দারের সমর্থকরা হামলা ও প্রচার মাইক ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী ইলিয়াস হোসেন।

তবে আওয়ামী লীগ প্রার্থী মামুন জোয়ার্দ্দার অভিযোগ অস্বীকার করেছেন।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, প্রচার মাইক ভাঙচুরের ঘটনা শুনেছেন। তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।