অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে গ্রেফতার ১০২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে গত দু’সপ্তাহে ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নোয়াখালীতে ১০২ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হোসেন মোজামকে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে গ্রেফতার ১০২

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, সোমবার দুপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার রাতে তাকে সুবর্ণচর উপজেলার তোতার বাজার থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হামলা ভাংচুরের তিনটি মামলা রয়েছে।

নোয়াখালী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট রিফাত আনোয়ার বলেন, অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের তথ্য দিয়ে অপারেশনের সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানাই।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।