২০০ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ে বাইসাইকেল পেলো ২১ শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:২২ পিএম, ০১ মার্চ ২০২৫

নোয়াখালীর সূবর্ণচরে টানা ২০০ ওয়াক্ত (৪০ দিন) নামাজ জামায়াতে পড়ায় ২১ জন শিশুকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে আরও ২৯ জনকে।

শনিবার (১ মার্চ) সকালে পূর্ব চরবাটা ইউনিয়নের হাজী আব্দুর রশিদ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এসব পুরস্কার দেওয়া হয়। এতে ঢাকার এক ব্যবসায়ী আর্থিক সহযোগিতা করেন।

আয়োজনের সমন্বয়ক পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এলাকার শিশু-কিশোরদেরকে নামাজি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ২১ জনকে বাইসাইকেল ও ২৯ জনকে বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।

২০০ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ে বাইসাইকেল পেলো ২১ শিশু

হাজী আব্দুর রশিদ জামে মসজিদের খতিব ও চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. ফয়েজ উল্যাহ বলেন, এমন উদ্যোগ প্রত্যেকটি গ্রাম ও সমাজে আয়োজন করা উচিত। এতে শিশু-কিশোররা নামাজে উৎসাহিত হবে। ফলে সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাং সৃষ্টি বন্ধ হবে।

পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. সিয়াম বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। এ প্রতিযোগিতা নিয়মিত জামায়াতে নামাজ আদায় করার অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও চরবাটা মহিলা মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক মহিব উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আহছান উল্যাহ, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন, চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন, ব্র্যাক ব্যাংক মাইজদী শাখার ব্যবস্থাপক সাইদুজ্জামান সুজনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।