অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০২ মার্চ ২০২৫

নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে রোববার (২ মার্চ) সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২১

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশের ২৭টি ও যৌথবাহিনীর পাঁচটি টহল এবং ১৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২১ জনকে গ্রেফতার করা হয়। অপরাধীদের গ্রেফতার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

মো. ইব্রাহিম আরও বলেন, অপারেশন ডেভিল হান্টে গত ২১ দিনে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।