নিষেধাজ্ঞা উপেক্ষা, মনপুরায় অবাধে চলছে মাছ শিকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৫ মার্চ ২০২৫
ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে প্রকাশ্যে চলছে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের মচ্ছব

ইলিশের অভয়াশ্রমের কারণে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অথচ ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে প্রকাশ্যে চলছে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের মচ্ছব।

মনপুরা উপজেলার হাজিরহাট ও মনপুরা ইউনিয়নের মেঘনা নদীতে নৌকা ও ট্রলারে করে মাছ শিকার করতে দেখা গেছে জেলেদের। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা মাছ শিকার করলেও নীরব রয়েছে মৎস্য বিভাগ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জেলে জানান, সোমবার (৩ মার্চ) দুপুরে শত শত জেলে জাল, নৌকা ও ট্রলার নিয়ে নদীতে নামেন। কোনো বাধা ছাড়াই তারা মাছ শিকার করতে পেরেছেন। মৎস্য বিভাগের কোনো অভিযান চোখে পড়েনি।

নিষেধাজ্ঞা উপেক্ষা, মনপুরায় অবাধে চলছে মাছ শিকার

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুই মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। তবে সরকারের এ নিষেধাজ্ঞা কার্যকর দেখা যাচ্ছে না মনপুরায়।

এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন জানান, ২৮ ফেব্রুয়ারি ভোলায় তিনি অফিশিয়াল কাজে গিয়েছিলেন। সোমবার সকালে মনপুরায় পৌঁছেছেন। বিকেলেই অভিযান শুরু হবে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মনপুরার নদীতে জেলেদের নামার খবর পেয়েছি। উপজেলা মৎস্য কর্মকর্তাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।