ভোলায় নিখোঁজ লঞ্চের ইঞ্জিন মেকানিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৬ মার্চ ২০২৫

ভোলার বোরহানউদ্দিন নদীতে নেমে এমভি মানিক-১ লঞ্চের পাখা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ মো. তাজুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে বোরহানউদ্দিন পৌর লঞ্চ ঘাট থেকে প্রায় ২০০ মিটার দূর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের বরিশাল অঞ্চলের ডুবুরি মো. রাব্বি শেখ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে বুধবার সকালে যাত্রী নিয়ে ঢাকা থেকে বোরহাউদ্দিনের পৌর লঞ্চঘাটে আসে এমভি মানিক-১। ওই দিন বিকেলে বোরহানউদ্দিন পৌর লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকায় রওনা হওয়ার কথা ছিল লঞ্চটির। কিন্তু ওইদিন দুপুরে এমভি মানিক-১ এর লঞ্চের পাখা পরিষ্কার করতে নদীতে নেমে নিখোঁজ হন মো. তাজুল ইসলাম।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আবুল কালাম জানান, ইঞ্জিন মেকানিক নিখোঁজের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে বরিশালে ডুবুরি টিমকে খবর দেওয়া হয়। রাতে বরিশাল থেকে ৬ সদস‌্য বিশিষ্ট ডুবুরি ইউনিট বোরহানউদ্দিনে আসে। আলোর জন‌্য রাতে কাজ করতে না পারলেও সকাল ৭টা থেকে কাজ শুরু করেন। পরে দুপুরের দিকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।