ভোলায় কাঠ পোড়ানোয় দুই ইটভাটা বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১১ মার্চ ২০২৫

ভোলার মনপুরায় কাঠ পোড়ানোর দায়ে দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে ওই ভাটা দুটিকে জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়।

ভাটাগুলা হলো, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়ার মনপুরা ব্রিকস ফিল্ড ও এম আর এস ব্রিকসফিল্ড।

ভোলায় কাঠ পোড়ানোয় দুই ইটভাটা বন্ধ

মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বর্ণিক সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি আইন অমান্য করে ওই দুটি ইটভাটায় কাঠ পোড়াছিল। পরে আমরা অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৫০ হাজার করে জরিমানা করা হয়। পরে ভাটা দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।