চুয়াডাঙ্গায় বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৪ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গার দর্শনায় বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের পেছনে ইটখোলা নামক এলাকায় স্থানীয়রা বস্তুটি দেখতে পান।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠের গুঁড়ির ওপর রাখা বস্তুটি সাদা পলিথিনে মোড়ানো ছিল। এর চারপাশে লাল টেপ প্যাঁচানো ছিল। বিষয়টি নজরে আসার পরপরই তারা পুলিশে খবর দেন।

চুয়াডাঙ্গায় বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করা যাবে এটি বোমা নাকি ককটেল।

স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করে বলেন, ‘সকালে অনেকে হাঁটতে বের হয়ে রাস্তার পাশে একটি ব্যাগের মধ্যে কিছু একটা রাখা দেখে পুলিশকে জানান। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে সেনাবাহিনী চলে গেলেও পুলিশ স্থানটি ঘিরে রেখেছে।

চুয়াডাঙ্গায় বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘দর্শনায় শুধু বোমা পাওয়া যাচ্ছে। আমরা খুব আতঙ্কে আছি।’

এর আগে ফেব্রুয়ারিতে দর্শনা কেরু চিনিকল ও পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে ১৩টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছিলো। সেসময় রাজশাহীর র্যাব-৫ এর ইউনিট ও যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো নিষ্ক্রিয় করে। আবারও নতুন করে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হুসাইন মালিক/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।