ফরিদপুরে চিকিৎসকের ওপরে হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৯ মার্চ ২০২৫

ফরিদপুরে চিকিৎসক ডা. শাহিন জোয়ারদারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ও জেলা ছাত্রলীগ নেতা মুত্তাকিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুত্তাকিন পশ্চিম খাবাসপুরের আলমগীর হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) ফাইন ফয়সালের নেতৃত্বে একটি দল মুস্তাকিমকে গ্রেফতার করে। এ ঘটনায় ছয় আসামির মধ্যে পাঁচজন গ্রেফতার হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ছাত্রলীগ নেতা মুত্তাকিনের নেতৃত্বে কয়েকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করে অর্থপেডিক বিভাগের চিকিৎসক ডা. শাহিন জোয়ারদারের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে৷ এ ঘটনায় তখন জেলাজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

এন কে বি নয়ন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।