শিবির সভাপতি

শহীদের উত্তরসূরিদের নতুন করে ভয়-শঙ্কার কোনো কারণ নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৫

ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদের উত্তরসূরিদের নতুন করে ভয়-শঙ্কার কোনো জায়গা নেই। বুধবার (২ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর শহর শিবিরের শহীদ পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি ওয়াদা করছি- শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য, ঋণ পরিশোধের জন্য আমরা লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত আছি। আপনাদের আকুতি-আবেগ আমরা কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবো না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের মনে ক্ষোভ রয়েছে। বাংলাদেশে শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়, অদূর ভবিষ্যতে নতুন করে কোনো ফ্যাসিবাদ-জুলুমতন্ত্র আমরা কায়েম হতে দেবো না।

ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদের উত্তরসূরিদের নতুন করে ভয়-শঙ্কার কোনো জায়গা নেই

জাহিদুল ইসলাম বলেন, আন্দোলনে আমরাও শহীদ হয়ে যাওয়ার কথা ছিল। কোনোভাবে যদি শেখ হাসিনা টিকে থাকতো। আজকে এ শহীদ পরিবারের সঙ্গে বসার সুযোগ থাকতো না। এ পরিবারগুলোকে নিশ্চিহ্ন করে দিতো বাংলাদেশ থেকে। বিভিন্ন হাসপাতালে যখন আমাদের ভাইদেরকে চিকিৎসার জন্য পাঠাতাম তাদের গ্রেফতার করে নিয়ে গেছে। অনেক ভাইকে গুলি করেছে।

ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদের উত্তরসূরিদের নতুন করে ভয়-শঙ্কার কোনো জায়গা নেই

এসময় জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, শিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লাহ, মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির, তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন, আইন সম্পাদক আরমান হোসেন পাটোয়ারী, প্রাইভেট ইউনিভার্সিটির সভাপতি জাহিদুল ইসলাম, ডুয়েট সভাপতি ইব্রাহিম খলিল, লক্ষ্মীপুর শহর সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল প্রমুখ বক্তব্য রাখেন।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।