শার্শা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৬ এপ্রিল ২০২৫

যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ সাত লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। এসময় লিটন হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) এসব পণ্য জব্দ করা হয়। আটক লিটন যশোরের মণিরামপুর থানার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াদুদ মোড়লের ছেলে। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহলদল বেনাপোল, কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিদেশি মদ, ফেনসিডিল, মোটরসাইকেল, হেলমেট, শাড়ি, কম্বল, কিসমিস, চকলেট ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য সাত লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা।

তিনি আরও জানান, মোটরসাইকেলের মধ্যে বিশেষ কায়দায় ভারতীয় ফেনসিডিল পাচারের অভিযোগে লিটন হোসেন নামে একজনকে আটক করা হয়। জব্দ করা মালামাল বেনাপোল কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. জামাল হোসেন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।