চাঁদপুরে ৩২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:১৬ এএম, ০৬ এপ্রিল ২০২৫

চাঁদপুরের মতলব উত্তরে ৩২ কেজি গাঁজাসহ মো. সৈকত হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাকে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৬ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর মতলব উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি সৈকত হোসেনকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ৩২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে জেলায় সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে ইতোমধ্যে অনেক অপরাধী আইনের আওতায় এসেছে।

শরীফুল ইসলাম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।