১৮ বছরেও সংস্কার হয়নি ভাঙা সেতু, নড়বড়ে সাঁকোয় চলাচল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৫

১৮ বছর আগে ভেঙে পড়ে শেরপুরের ঝিনাইগাতীর কবিরাজপাড়ার খালের ওপর নির্মিত সেতু। তবে দীর্ঘ এ দেড়যুগেরও সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা হয়নি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই পথে যাতায়াতকারী ১৫ গ্রামের মানুষ।

খোঁজ নিয়ে জানা জানা গেছে, উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া কবিরাজপাড়া ও পুটলপাড়া রাস্তা দিয়ে আশপাশের ১৫ গ্রামের হাজারও মানুষ এ পথে যাতায়াত করেন। ২০০৭ সালে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের কবিরাজপাড়ায় খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। এরপর বিধ্বস্ত সেতুটি আর সংস্কার করা হয়নি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

ওই এলাকার মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম ও কয়েকজন গ্রামবাসীর অভিযোগ, সেতুটি নির্মাণের সময় সঠিক অনুপাতে নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি। এ কারণে নির্মাণকাজ শেষ না হতেই সেতুটি ভেঙে পড়ে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ওই স্থানে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পত্র পাঠানো হয়েছে। কিন্তু প্রস্তাবটি ফাইলবন্দি হয়ে পড়ে আছে।

সরেজমিন দেখা গেছে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই বিধ্বস্ত সেতুর পাশ দিয়ে একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে। কিন্তু সাঁকোটির অবস্থাও নড়বড়ে হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ।

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এখানে একটি সেতু নির্মাণের জন্য গত এক যুগেরও বেশি সময় ধরে আবেদন করা হয়েছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, যোগাযোগব্যবস্থা চালু রাখতে বিধ্বস্ত সেতুর পাশে কাঠের সাঁকোটি সংস্কারের জন্য এডিপির অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো আছে। বরাদ্দ পাওয়া গেলেই সেতু নির্মাণ করা হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।