ভোলায় গ্যাস সংযোগ দাবি, ইন্ট্রাকোর গাড়ি আটকে দিলো ছাত্র-জনতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০১:২১ এএম, ১৯ এপ্রিল ২০২৫

‌ভোলায় ঘ‌রে ঘ‌রে গ্যাস সং‌যোগ ও গ্যাসভি‌ত্তিক শিল্পকারখানা স্থাপনসহ পাঁচ দফা দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটক দি‌য়ে বি‌ক্ষোভ ক‌রছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টার দি‌কে ভোলার বীর‌শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটি আট‌কে দেন তারা।

jagonews24

এসময় আন্দোলনকারী রহিম ইসলাম, আতাউর রহমান আরিফ ও মো. রাজু জানান, ভোলায় প্রচুর গ্যাস মজুত থাক‌লেও এখনো ঘ‌রে ঘ‌রে গ্যাস সং‌যোগ দেওয়া হয়নি। গ্যাসভি‌ত্তিক শিল্পকারখানা গ‌ড়ে ওঠে‌নি। বিগত দি‌নে অ‌নেক শা‌ন্তিপ্রিয় আন্দোলন করা হ‌য়ে‌ছে। কিন্তু কোনো ফলাফল আসে‌নি। তাই তারা গ্যাস সং‌যোগ, গ্যাসভি‌ত্তিক শিল্পকারখানা স্থাপন, ভোলা-ব‌রিশাল ব্রিজ ও মে‌ডি‌কেল ক‌লে‌জ স্থাপনসহ পাঁচ দফা দাবিতে ইন্ট্রাকোর গাড়ি আট‌কে দি‌য়ে‌ছেন। দাবি পূরণ না হ‌লে ভোলা থে‌কে কোনো গ্যাস নি‌তে দেওয়া হ‌বে না।

রাত সোয়া ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্র-জনতা গাড়িটি আটকে রেখেছিলেন।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আবু সাহাদাৎ হাসনাইন পার‌ভেজ বলেন, খবর পে‌য়ে‌ছে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। ইন্ট্রাকো ও আন্দোলনকারী‌দের সঙ্গে কথা বলে সমাধা‌নের চেষ্টা চল‌ছে।

জু‌য়েল সাহা বিকাশ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।