ভোলা

তেঁতু‌লিয়া নদীতে অভিযান, ৯‌ ট্রলিং বোট জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২০ এপ্রিল ২০২৫

ভোলার লাল‌মোহনে তেঁতু‌লিয়া নদী থে‌কে ৯‌টি ট্রলিং বোর্ট জব্দ ক‌রে‌ছে কোস্টগার্ড। রোববার (২০ এপ্রিল) উপ‌জেলার গজা‌রিয়ার খা‌লের মাথা নামক এলাকা থেকে ওই বোট জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জো‌নের স্টাফ কর্মকর্তা (অপা‌রেশন) রিফাত আহ‌মেদ জানান, উপজেলার গজারিয়ার খালের মাথা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈধ কাগজপত্র এবং লাইফ সেভিং ইকুইপমেন্ট না থাকায় এফবি মায়ের আর্শিবাদ-২, এফবি মায়ের আর্শিবাদ-৩, এফবি মা বাবার দোয়া, এফবি ভাই ভাই, এফবি নবীপুর, এফবি নবীপুর-২, এফবি নবীপুর-৩, এফবি শীতারাম, এফবি শীতারাম-১ জব্দ করা হয়। প‌রে জব্দকৃত ট্রলিং বোটগু‌লোর বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহণের জন‌্য মৎস‌্য বিভা‌গে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

জু‌য়েল সাহা বিক‌াশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।