ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ভোলায় বসতঘরের পাশে পুকুরে ডুবে মো. সোহাগ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আসমত মাঝি বাড়ির মো. সফিকুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সোহাগের মা দুপুরে সংসারের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ওই সময় সে তার মায়ের চোখ ফাঁকি দিয়ে পুকুরের পানিতে পরে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করতে থাকেন।
এরপর পুকুরে সোহাগকে ভাসতে দেখে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোহাগকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জিকেএস