কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে গ্রেফতার যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৫

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন কামাল হোসেন নামের এক যুবক।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার কামাল হোসেন কুমিল্লা সদর উপজেলার কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার আবদুর রবের ছেলে।

কারাগার সূত্রমতে, মঙ্গলবার সকালে কামাল হোসেন দর্শনার্থী হিসেবে কারাগারে থাকা এক আসামির সঙ্গে দেখা করতে আসেন। তাকে দেখে কারারক্ষীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দেহ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা পাওয়া যায়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, কামাল হোসেন নামের এক দর্শনার্থীর কাছে গাঁজা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের সাজা দেওয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।