গ্রেফতারের একদিন পর কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৫১ পিএম, ৩০ এপ্রিল ২০২৫

ভোলায় কারাগারের মো. শফিউল আলম শফি নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলার আসামি ছিলেন।

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে ওই কয়েদির মৃত্যু নিশ্চিত করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইরফান মাহমুদ জানান, সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পরীক্ষা-নীরিক্ষা করে নিশ্চিত হয়েছি হাসপাতালের আসার আগেই কয়েদির মৃত্যু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালের দিকে ভোলার গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে ডিবি সদস্যরা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাইলট বাজার এলাকা থেকে মো. শফিউল আলম শফি ও বদিউল আলম বদিশাকে তিন কেজি গাঁজাসহ আটক করেন। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ভোলার আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠান। এরপর সন্ধ্যার দিকে ভোলার কারাগারে নেওয়া হয় তাদের।

এ বিষয়ে জেল সুপার মো. শওকত হোসেন জানান, সকালের দিকে শফিউল আলম শফি নামে কয়েদির বুকে ব্যাথা হলে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়।

জুয়েল সাহা বিকাশ/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।