মসজিদের মোটর চুরির অভিযোগ, নির্যাতনে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে মসজিদের মোটর চুরির অভিযোগে নির্যাতনে নুর আলম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুর আলম দেলদুয়ার উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এরআগে সোমবার (২৮ এপ্রিল) উপজেলার পাথরাইল ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে আকন্দপাড়া জামে মসজিদের পানির পাম্পের মোটর চুরি হয়। ওই চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আকন্দপাড়া গ্রামের নুর আলম ও শহিদুলকে আটক করে মসজিদ কর্তৃপক্ষ। তাদের মসজিদের ভেতর নিয়ে ওই গ্রামের আবু বকর, আক্তার, মুসলেম ও আলমগীরসহ ৫-৬ জন যুবক হাত-পা বেঁধে মারধর করেন।

বুধবার দুপুর দেড়টার দিকে নুর আলম শরীরে ব্যথা অনুভব করলে তার বোন রহিমা চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।