খেলতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে হাত, প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০১ মে ২০২৫

বৈদ্যুতের ছেড়া তারে হাত দিয়ে প্রাণ গেলো ইলমা নামের (৬) এক শিশুর। বৃহস্পতিবার (১ মে) দুপুরে ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলমা উপজেলার ফতেপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আনোয়ার দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। আর তার স্ত্রী সন্তানকে নিয়ে মহেশপুর শহরের কাজীপাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় খেলছিল ইলমা। এসময় সেখানে বিদ্যুৎ সংযোগের একটি তার পড়ে ছিল। অসাবধানতাবশত শিশুটি ওই তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাহান নবীন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।