ঝিনাইদহে নারী-শিশু পাচারের চেষ্টাকালে ভারতীয় যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৩০ এএম, ০২ মে ২০২৫

নারী ও শিশু পাচারের অভিযোগে শংকর অধিকারী (৩৯) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১ মে) দিনগত রাত ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

শংকর অধিকারী ভারতের দক্ষিণ ২৪ পরগনার বাগদা থানার পূর্বহুদা গ্রামের নুকুল অধিকারীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে শংকর অধিকারীকে আটক করে। তিনি দুই নারী ও এক শিশুকে সীমান্ত দিয়ে ভারতে পাচার করার চেষ্টা করছিলেন। এসময় বিজিবির টহল দল তাকে আটক করে। তার কাছ থেকে নগদ ৫০ হাজার ১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপী এবং ৭ রিয়েল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়াদের বরাতে বিজিবি জানিয়, ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পাচারের জন্য দুই নারী ও এক শিশুকে সীমান্ত এলাকায় নিয়ে আসেন শংকর অধিকারী। সীমান্ত এলাকায় পৌঁছানোর আগে পর্যন্ত ভিকটিম নারী ও শিশুরা শংকরের আসল উদ্দেশ্য বুঝতে পারেননি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শংকর অধিকারীর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

শাহজাহান নবীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।