ঝিনাইদহ সীমান্তে ফের বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০২ মে ২০২৫
ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এবার বিএসএফের গুলিতে রিয়াজ হোসেন (২২) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) দিনগত রাতে উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রিয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রিয়াজের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রিয়াজ সীমান্ত এলাকায় গেলে ভারতের নদীয়া জেলার ফতেপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এসময় রিয়াজ গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন বলেন, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, গণমাধ্যমকর্মীদের কাছ থেকে এমন খবর শুনে ঘটনাস্থলে বিজিবির টহলদলকে পাঠানো হয়। কিন্তু তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

শাহজাহান নবীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।