পিরোজপুরে শৃঙ্খলাভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১০:২৫ এএম, ০৫ মে ২০২৫
মো. ইমরান আহম্মেদ সজীব

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহম্মেদ সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ মে) রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. আবু নাহিদ সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহম্মেদ সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে অব্যাহতি করা হলো। একইসঙ্গে ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল জুবায়েরকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশিদ বাপ্পি এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেন।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশিদ বাপ্পি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নেছারাবাদ ছাত্রদলের আহ্বায়ক ইমরান আহমেদ সজীবকে বহিষ্কার করা হয়েছে। নতুন আহ্বায়ক হিসেবে উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল জুবায়েরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কী ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে তিনি সুস্পষ্ট করে কিছু জানাননি।

এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।