যাচ্ছিলেন অটোরিকশায়, প্রাইভেটকারে এসে ৭ লাখ টাকা ছিনতাই

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০৬ মে ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে একটি অটোরিকশার গতিরোধ করে রোমা আক্তার নামের এক নারী যাত্রীর সাত লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ মে) বেলা ১১টায় মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকা থেকে ছিনতাইকারীরা এ টাকা ছিনিয়ে নেন।

ভুক্তভোগী রোমা আক্তার সোনারগাঁ পৌর এলাকার গোয়ালদী গ্রামের মো. মামুন মিয়ার স্ত্রী।

রোমা আক্তার জানান, সকালে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ইসলামী ব্যাংক থেকে তিনি সাত লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে অটোরিকশাযোগে ছোট সাদিপুর ব্র্যাক অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অটোরিকশাটি মহাসড়কের ছোট সাদিপুর ব্র্যাক অফিসের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের পথ গতিরোধ করে। পরে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে ঢাকামুখী সড়কের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) রতন বৈরাগী জাগো নিউজকে বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, আমাদের টিম ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি কারখানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তবে, ভিডিওটি অস্পষ্ট হওয়ায় গাড়ির নম্বর ও ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। ইসলামী ব্যাংক ও মহাসড়কে থাকা অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।