নাশকতার পরিকল্পনার অভিযোগ

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক, আ’লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:০৯ এএম, ০৯ মে ২০২৫
জহিরুল ইসলাম সেলিম

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ কোর্টের সাবেক সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাত ২টার দিকে নগরীর দক্ষিণ চর্থা এলাকার তার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার (৭ মে) অনলাইনে যুক্ত হয়ে জহিরুল ইসলাম সেলিমসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতারা অংশ নেন। সেখানে কুমিল্লা জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তাকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

জাহিদ পাটোয়ারী/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।