পিরোজপুরে বৃষ্টি, জনজীবনে স্বস্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১২ মে ২০২৫

তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি নেমেছে পিরোজপুরে। এতে স্বস্তি ফিরে এসেছে জনজীবনে।

সোমবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার বিভিন্ন স্থানে শুরু হয় বজ্র ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি। তার আগমুহূর্তেও সকাল থেকে ছিল প্রচণ্ড রোদের তাপ।

পৌর শহরের বাসিন্দা মুন্না হাওলাদার বলেন, ‘তীব্র তাপপ্রবাহে জনজীবনে অস্থিরতা নেমে এসেছিল। সাধারণ খেটে খাওয়া মানুষগুলো রোদের তাপে যেন সিদ্ধ হয়ে যাচ্ছিল‌। অবশেষে বৃষ্টির দেখা পেলাম। বৃষ্টির কারণে গরম অনেকটাই কমে গেছে।’

ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা নুরুদ্দিন বলেন, ‘ তীব্র গরমে সবজি বিক্রি করতে খুব কষ্ট হয়। বিকেলে বৃষ্টির কারণে শরীরটা অনেক ভালো লাগছে।’

পিরোজপুরে বৃষ্টি, জনজীবনে স্বস্তি

‎রিকশাচালক জাহাঙ্গীর বলেন, ‘কয়েকদিন ধরে অনেক গরম পড়েছে। হঠাৎ আজ বৃষ্টি হওয়ায় আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে। গরমও কিছুটা কমেছে। এই আবহাওয়ায় রিকশা চালাতে কষ্ট হচ্ছে না।’

তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বেশি বেশি করে পানি ও তরলজাতীয় খাবার পরামর্শ দিয়েছেন পিরোজপুর জেলা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. সুরঞ্জিত কুমার সাহা।

‎জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, বর্তমানে আউশ ধানের মৌসুম চলছে। এই বৃষ্টিতে কৃষকদের অনেক উপকার হবে।

মো. তরিকুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।