মোংলা বন্দরে ৫ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৪ মে ২০২৫

মোংলা বন্দরে পাঁচ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস হাউস।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে বন্দর জেটিতে পিআইএল বাংলাদেশ লিমিটেডের একটি ২০ ফিট কন্টেইনারে ভর্তি ওরিস সিলভার ব্রান্ডের এসব সিগারেট জব্দ করা হয়। এই কন্টেইনারে রিবন বা ফিতা আমদানির কথা ছিল।

মুন্নি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই অবৈধভাবে এসব সিগারেট নিয়ে আসে। ৩৯০ প্যাকেজে ৭৮ লাখ শলাকার সিগারেটের মূল্য পাঁচ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা।

এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান।

আবু হোসাইন সুমন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।