বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৫ মে ২০২৫
আটক সৌরভ কবিরাজ

বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশ দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজ সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রলীগ নেতার নাম সৌরভ কবিরাজ। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্টের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন সৌরভ কবিরাজ। বুধবার রাতে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উল হাসান জাগো নিউজকে বলেন, আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।