ফেনী

অতিরিক্ত দামে পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৮ মে ২০২৫

অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ফেনীতে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৮ মে) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।

ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, ফেনী শহরের তাকিয়া রোডে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এসময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় রাখাল চন্দ্র সাহাকে ৫ হাজার টাকা ও শিহাব ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেনীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলাব্যাপী ভেজাল রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।