বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা, মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৩ মে ২০২৫

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। ফলে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে শুক্রবার (২৩ মে) সকাল থেকে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আপাতত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন উর রশিদ বলেন, সঞ্চালনশীল মেঘমালা থেকে সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে। তখনই বৃষ্টিপাত হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, তিন নম্বর সংকেত জারি হলেও আবহাওয়া অনুকূলে থাকায় বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।

এদিকে টানা কয়েক সপ্তাহ ধরে মোংলার উপকূল দিয়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপদাহ। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, তবে দেখা নেই বৃষ্টির।

আবু হোসাইন সুমন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।