দল আর মার্কা নয়, ভালো মানুষ দেখে নেতা তৈরি করবেন: সারজিস আলম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৭ মে ২০২৫
পঞ্চগড়ে পথসভায় বক্তব্য রাখেন সারজিস আলম

‌‘আগামী নির্বাচনে নির্দিষ্ট করে কোনো দল আর মার্কা নয়, ভালো মানুষ দেখে নেতা তৈরি করবেন। সেটা যে দলের হোক না কেন, এনসিপি হতে হবে এমনটা নয়।’

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুরের হাকিমপুর পৌরশহরের চার মাথা মোড়ে এক পথসভায় জনগণের উদ্দেশে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

হিলি স্থলবন্দর প্রসঙ্গে সারজিস আলম বলেন, দেশের মধ্যে হিলি স্থলবন্দর অন্যতম, কিন্তু এখানে উন্নয়নের কোনো ছোঁয়া নেই। এখান থেকে কয়েকশ কোটি টাকা রাজস্ব আদায় হলেও এখানকার রাস্তাঘাটে চলাচল করলে হৃদপিণ্ড আলাদা হয়।

তিনি বলেন, গত ১৭ বছর ‘উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ’ ডায়লগ দিয়ে হিলি স্থলবন্দরের উন্নয়নের নামে কোটি কোটি টাকা শোষণ করা হয়েছে।

সারজিস আলম বলেন, হিলির একমাত্র রেলস্টেশনে কোনো আন্তঃনগর ট্রেন থামে না। এখান থেকে ১০ কিলোমিটার দূরে বিরামপুর অথবা জয়পুরহাট গিয়ে ট্রেনে উঠতে হয়। এটা এই এলাকার মানুষের সঙ্গে প্রতারণা।

এনসিপির এই নেতা আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী বংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি। আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের বেঁচে নেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মো. মাহাবুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।