শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক সিরাজ, সদস্যসচিব পলাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৫ জুন ২০২৫

অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও এবিএম মামুনুর রশিদ পলাশকে সদস্যসচিব করে শেরপুর জেলা বিএনপির নতুন কমিটিতে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিলুপ্ত ঘোষণা করা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। এছাড়া পেশাগতভাবে তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। আর মামুনুর রশীদ পলাশ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির বর্তমান সভাপতি। তিনি শেরপুর মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম কালামের ছেলে।

এর আগে গত বছর ৩ নভেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ওই কমিটির সাবেক সাধারণ সম্পাদক হজরত আলীকে আহ্বায়ক, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক ও আবদুল আওয়াল চৌধুরীকে সদস্যসচিব করে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সে কমিটির আড়াই মাস পর ২ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই আহ্বায়ক কমিটি স্থগিত করেন। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়।

অবশেষে নানা জল্পনা-কল্পনার পর আজ ৪১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।