সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৬ জুন ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের দবিরগঞ্জ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। কিন্তু বাসটি দবিরগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস-মাইক্রোবাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে বিষয়টি পুলিশকে জানান তারা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস মহাসড়ক থেকে সরিয়ে থানায় নেওয়া হয়েছে।

এম এ মালেক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।